হোম > খেলা > ফুটবল

মাতাল হয়ে অনুশীলনে আসেন নেইমার

সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।

মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা। 

‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’ 

ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’ 

এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’ 

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে

মেসি ভারতে আর কত দিন থাকবেন

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ