হোম > খেলা > ফুটবল

‘স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে’

উয়েফা নেশনস লিগের সর্বশেষ ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি স্পেন। গতকাল হোসেলুর শেষ মুহূর্তের গোলে ফাইনালে ওঠে স্প্যানিশরা। এবার দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন স্পেনের ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নেদারল্যান্ডসের দি গ্রোলচ ভেস্তে স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইতালি-স্পেন। ৩ মিনিটে ইয়েরেমি পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ইতালি। ১১ মিনিটে সিরো ইমোবিলের পেনাল্টিতে সমতায় ফেরে ইতালিয়ানরা। ২২ মিনিটে ডি ফ্র্যাত্তেসির গোলে এগিয়েও গিয়েছিল ইতালি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে দেখা গেছে, অফসাইডে বাতিল হয়ে যায় গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় গোল করতে গোলমুখ খুলতে পারেনি কেউই। ৮৮ মিনিটে জোসেলুর গোলে এগিয়ে যায় স্পেন। ২-১ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশরা। ম্যাচ শেষে হোসেলু বলেন, ‘দল দারুণ খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা পুরো দাপট দেখিয়ে খেলেছি। শুধু গোলটাই বাকি ছিল। নিজে গোল করতে পেরে খুশি। ফাইনালে উঠেছি এবং শিরোপা জয়ের সুযোগ রয়েছে।’

গত পরশু প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। আর গতকাল ইতালির বিপক্ষে ২-১ গোলের জয় পায় স্পেন। রোববার রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে এবারের নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন। এর আগে সান সিরোতে ২০২১ নেশনস লিগের ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যায় স্প্যানিশরা।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া