হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা শক্তিশালী দল, বলছেন ম্যাক অ্যালিস্টার

আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’

ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’ 

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী