হোম > খেলা > ফুটবল

আবারও মেজাজ হারালেন রোনালদো 

আন্তর্জাতিক ফুটবলের ধারাবাহিকতা ক্লাব ফুটবলেও বেশ ভালোই ধরে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে গোল করছিলেন নিয়মিত। তবে গতকাল সৌদি প্রো লিগে কোনো গোল করতে পারেননি তিনি। ম্যাচ শেষে যেন তারই রাগ ঝেড়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।

কিং সালমান স্পোর্ট সিটি স্টেডিয়ামে গতকাল আল-নাসরের প্রতিপক্ষ ছিল আল-ফেইহা। এই ম্যাচে ১৮টি শট নিয়েছে আল-নাসর। যার মধ্যে ৩টি ছিল আল-ফেইহার লক্ষ্য বরাবর। তবে গোলশূন্য ড্র হয়েছে এই ম্যাচ। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কে জড়িয়েছেন আল-নাসরের এই ফরোয়ার্ড। বিড়বিড় করে আরও অনেক কিছুই তিনি বলেছেন। সতীর্থরা যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন, রোনালদো সেদিকে খেয়ালই করেননি। করমর্দন না করে চলে যান টানেলে। 

গোলশূন্য ড্র হওয়ায় ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল-নাসর। সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। আর রোনালদো আল-নাসরের হয়ে খেলেছেন ১২ ম্যাচ। ১২ ম্যাচে করেছেন ১১ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ