হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের পর সবচেয়ে বেশি টাকা উড়বে আমিরাতের লিগে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাকার ঝনঝনানি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এবার আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যাবে এমনটি। অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় আকর্ষণীয় ও লাভজনক টি-টোয়েন্টি লিগ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ২০২৩ সাল থেকে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ নামে শুরু হবে এই টুর্নামেন্ট।  

ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ ক্যাটাগরিতে একেকজন ক্রিকেটার পারিশ্রমিক পাবেন সাড়ে ৪ লাখ ডলার; টাকার অঙ্কে যা ৪ কোটি ২৬ লাখ। আমিরাতের এই লিগের চেয়ে বেশি পারিশ্রমিক শুধু আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এই টুর্নামেন্ট বেতনকাঠামোতে দ্বিতীয় সর্বোচ্চ। 

খেলোয়াড়দের জন্য ৯ ধরনের ক্যাটাগরিতে পারিশ্রমিক দেওয়া হবে। সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ৩ লাখ ৪০ হাজার ডলার, সঙ্গে যুক্ত হবে লয়ালিটি বোনাস। অর্থাৎ বোনাস দেওয়া হবে ১ লাখ ১০ হাজার ডলার। তাতে প্রায় সাড়ে ৪ লাখ ডলার পাবেন খেলোয়াড়েরা। সর্বনিম্ন ক্যাটাগরিতে দেওয়া হবে ১০ হাজার ডলার। আমিরাতের এই টুর্নামেন্ট অনুমোদিত হলে এটি পরিচালনা করবেন ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি ও বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশির উসমানির দল। 

আমিরাত এই টি-টোয়েন্টি লিগ আগামী ৬ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে শুরু হওয়ার কথা আছে । প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের ১২ জন টেস্ট খেলুড়ে দেশের, ৩ জন আমিরাতের আর দুজন আইসিসির সহযোগী দেশগুলোর এবং একজন সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-২৩ দলের।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে