হোম > খেলা > ক্রিকেট

জ্যোতির ব্যাটিং তাণ্ডবে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    

রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। ছবি: আইসিসি

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। টানা দুই জয়ের পর লাহোরে আজ নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাটিংটা বেশ দুর্দান্তই হলো তাদের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং তাণ্ডবের সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে ৬ উইকেটে ২৭৬ রান তুলেছে বাংলাদেশের মেয়েরা।

ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরও এটি। বিশ্বকাপে বাছাইয়ে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে করেছিল ২৭১ রান। পাঁচ দিনের মাথায় নিজেদের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়ল তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা মোটামুটি ভালোই বলা যায়। ৩৫ রানে নবম ওভারে প্রথম উইকেট হারায় তারা। ইসমা তানজিম এ ম্যাচেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফেরেন ১৪ রান করে। দ্বিতীয় উইকেটে ইনিংসের শক্ত ভিত গড়ে দেন ফারজানা ও শারমিন। দুজনে গড়েন ১০৩ রানের জুটি। শারমিন ৭৯ বলে ৫৭ ও ফারজানা ৮৪ বলে ৬ চারে করেন ৫৭। তিন ম্যাচে ফারজানার দ্বিতীয় ফিফটি।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়েছেন জ্যোতি। ৫৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষেও করেছিলেন ফিফটি। আজ তৃতীয় ম্যাচেও নিজের সেই ছন্দ ধরে রাখলেন জ্যোতি। ফাহিমা খাতুন ২২ বলে করেছেন ২৬ রান। স্কটল্যান্ডের পেসার ক্যাথরিন ব্রাইস ৫৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ক্যাথেরিন ফ্রেজার। ওয়ানডেতে স্কটল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ ৬টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাঁর আগে ডার্সি কার্টার নিয়েছিলেন ৫টি ক্যাচ।

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

কাকে সবচেয়ে বেশি ভয় পান শোয়েব

পাকিস্তানের পরই বাংলাদেশকে ‘ঘর’ মনে করেন শোয়েব

চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তাঁরা

চোটের কাছে হার মেনে ক্রিকেট ছাড়লেন ব্রেসওয়েল