হোম > খেলা > ক্রিকেট

টি-টেনে ভারতীয় পেসারের বিশাল নো বল নিয়ে সমালোচনা 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন একের পর এক আলোচনা। জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া টি-টেন লিগ—ভাইরাল হওয়ার মতো অনেক ঘটনাই ঘটে থাকে। ২০২৩-২৪ মৌসুমের আবুধাবি টি-টেন লিগে ঘটেছে বিশাল এক নো বলের ঘটনা। 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে টুর্নামেন্টের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স ও চেন্নাই ব্রেভস। ভারতীয় পেসার অভিমন্যু মিথুন খেলছেন নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে। চেন্নাই ব্রেভস ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে চেন্নাই ব্যাটার চারিথ আসালাঙ্কাকে দারুণ এক ইয়র্কার করেন মিথুন। মিথুনের সেই বলটা হয়েছে বিশাল এক নো বল। বোলিংয়ের সময় ভারতীয় পেসার পা ফেলেছেন বোলিং মার্ক থেকে অনেক দূরে। সামাজিক মাধ্যমে এই নো বল ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। কেউ একজন টুইটারে লিখেছেন, ‘আবুধাবি টি-টেন লিগে কী হচ্ছে?’ সামাজিক মাধ্যমে কেউ একজন মন্তব্য করেছেন, ‘টি-টেন ক্রিকেটে কী হচ্ছে?’ আবার কারো মন্তব্য, ‘আবুধাবি টি-টেন লিগে নো বল।’

চেন্নাই ব্রেভসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে নর্দার্ন ওয়ারিয়র্স করেছে ৩ উইকেটে ১০৬ রান। রান তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে চেন্নাই ব্রেভস। ১০ বলে ২৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দলটির জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজা। নর্দার্ন ওয়ারিয়র্সরে পেসার মিথুন ২ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট