হোম > খেলা > ক্রিকেট

মুশফিক-হৃদয়ে লড়ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দারুণ শুরু, এরপর ছন্দপতন। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় জুটিতে চাপ সামলানোর চেষ্টা করছে বাংলাদেশ। মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম অবশ্য দারুণ শুরু এনেই দিয়েছিলেন বাংলাদেশকে। 

তবে সেই ভালো বেশি দূর এগোল না। ১১ ওভারেই দুই ওপেনার তুলেছিলেন ৫৫ রান। এরপরই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ২৮ রানের মধ্য ৪ উইকেট হারায়। দ্রুত ড্রেসিংরুমে ফিরলেন মিরাজ ও নাঈম। এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সাকিব আল হাসানও ব্যর্থ হয়ে ফিরলেন। 

এরপর মুশফিক ও হৃদয় জুটি এ রিপোর্ট পর্যন্ত তুলেছেন ৮৬ বলে ৫৪ রান। মুশফিক ২৩ ও হৃদয় ৩৬ রানে অপরাজিত আছেন। ৩৩.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান। 

এর আগে ইনিংসের ১২ তম ওভারে প্রথম বলেই দাসুন শানাকা ড্রেসিংরুমে ফেরান মেকশিফট ওপেনার মিরাজকে। শর্ট লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে টাইমিংটা ভালো হলো না, মিডউইকেটে বদলি ফিল্ডিংয়ে নামা দুশান হেমন্তের কোনো বেগ পেতে হয়নি সহজ ক্যাচটি নিতে। ২৯ বলে ২৮ রান আগে মিরাজের ব্যাট থেকে। 

 ১৪ তম ওভারে এসে নাঈমকেও ফেরালেন শানাকা। শর্ট লেংথের লাফিয়ে ওঠা বল নাঈম ছেড়ে দেবেন নাকি খেলবেন এই দ্বিধায়, ব্যাট সরিয়েও নিতে পারেননি, শেষ মুহূর্তে নামাতে গিয়ে ব্যাটে বল লেগে উপরে উঠে যায়। সহজ ক্যাচ নিলেন উইকেটকিপার কুসল মেন্ডিস। ৪৬ বলে ২১ রান আসে নাঈমের ব্যাট থেকে। ১৬ তম ওভারে মাথিশা পাতিরানার বল সাকিবের ব্যাটের কানায় লেগে মেন্ডিসের হাতে জমা পড়ে। ৩ রান করেন সাকিব। 

তার আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ নিয়েছিলেন তিনটি করে উইকেট।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে