হোম > খেলা > ক্রিকেট

ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে খাজার উদ্যোগে নিষেধাজ্ঞা আইসিসির

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিশেষ এক উদ্যোগ নিয়েছিলেন উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে স্লোগানসংবলিত জুতা পরে খেলতে নামবেন তিনি। সেই অনুযায়ী ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে অনুশীলনও করছিলেন বাঁহাতি ব্যাটার। 

আগামীকাল যখন তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবেন খাজা, ঠিক তার আগে নিষেধাজ্ঞা পেয়েছেন তাঁর উদ্যোগে। এতে করে অনুশীলন করলেও মাঠে নামা হচ্ছে না স্লোগানসংবলিত জুতা পরে। আইসিসি থেকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘উজির (খাজা) এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্যই ছিল না। তার জুতায় লেখা ছিল ‘প্রতিটি জীবনের মূল্য সমান’। আমি মনে করি, এটা খুব বেশি বিভেদ সৃষ্টিকারী ছিল না। আমার মনে হয় না, খুব বেশি মানুষের এটা নিয়ে অভিযোগ থাকত।’ 

কামিন্স যেমন তাঁর সতীর্থের প্রতি সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনি দিন কয়েক আগে খাজার ব্যক্তিগত মত প্রকাশের অধিকারকে সমর্থন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তখন অবশ্য আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছিল অজিদের ক্রিকেট বোর্ড। 

আইসিসির ৬৮ পৃষ্ঠার নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, খেলোয়াড়েরা কী পরতে পারবেন আর কী পরতে পারবেন না। আইসিসি কিংবা নিজ বোর্ড থেকে অনুমতি না নিয়ে পোশাক বা খেলার সরঞ্জামে কোনো ধরনের বার্তা প্রকাশ করতে পারবেন না। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বার্তা কোনোভাবে মঞ্জুর করা হবে না। 

২০১৪ সালে ইংল্যান্ডের এক টেস্টে মঈন আলি ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। পরে ইংলিশ অলরাউন্ডারকে সেই রিস্টব্যান্ড পরা থেকে বিরত থাকতে বাধ্য করেছিল আইসিসি।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট