হোম > খেলা > ক্রিকেট

ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে খাজার উদ্যোগে নিষেধাজ্ঞা আইসিসির

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিশেষ এক উদ্যোগ নিয়েছিলেন উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে স্লোগানসংবলিত জুতা পরে খেলতে নামবেন তিনি। সেই অনুযায়ী ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে অনুশীলনও করছিলেন বাঁহাতি ব্যাটার। 

আগামীকাল যখন তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবেন খাজা, ঠিক তার আগে নিষেধাজ্ঞা পেয়েছেন তাঁর উদ্যোগে। এতে করে অনুশীলন করলেও মাঠে নামা হচ্ছে না স্লোগানসংবলিত জুতা পরে। আইসিসি থেকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘উজির (খাজা) এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্যই ছিল না। তার জুতায় লেখা ছিল ‘প্রতিটি জীবনের মূল্য সমান’। আমি মনে করি, এটা খুব বেশি বিভেদ সৃষ্টিকারী ছিল না। আমার মনে হয় না, খুব বেশি মানুষের এটা নিয়ে অভিযোগ থাকত।’ 

কামিন্স যেমন তাঁর সতীর্থের প্রতি সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনি দিন কয়েক আগে খাজার ব্যক্তিগত মত প্রকাশের অধিকারকে সমর্থন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তখন অবশ্য আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছিল অজিদের ক্রিকেট বোর্ড। 

আইসিসির ৬৮ পৃষ্ঠার নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, খেলোয়াড়েরা কী পরতে পারবেন আর কী পরতে পারবেন না। আইসিসি কিংবা নিজ বোর্ড থেকে অনুমতি না নিয়ে পোশাক বা খেলার সরঞ্জামে কোনো ধরনের বার্তা প্রকাশ করতে পারবেন না। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বার্তা কোনোভাবে মঞ্জুর করা হবে না। 

২০১৪ সালে ইংল্যান্ডের এক টেস্টে মঈন আলি ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। পরে ইংলিশ অলরাউন্ডারকে সেই রিস্টব্যান্ড পরা থেকে বিরত থাকতে বাধ্য করেছিল আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি