ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ ১৯০ রান করেও ব্রাদার্সের বিপক্ষে জিতেছে মোহামেডান। এমন জয় তো আছেই, টানা হারের পর আবার টানা জয়ের ধারায় থাকায় সাকিব-মিরাজরা বেশ ফুরফুরেই মেজাজে আছেন।
আজ ম্যাচের পর বনানীতে মোহামেডান দলের খেলোয়াড়েরা গিয়েছিলেন বিসিবি পরিচালক ও মোহামেডান কর্মকর্তা মাসুদুজ্জামানের কফি শপ উদ্বোধন করতে। সেখানে সাকিবকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। বাইরের খাবার কেমন উপভোগ করেন, এমন প্রশ্নে মজা করে বললেন, ‘এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগ ম্যাচের পর ইফতারটা খুব উপভোগ করছি। খুব ভালো খাবার দিচ্ছে মোহামেডান ক্লাব!’ সাকিবের উত্তরে হাসির রোল পড়ল।
সাকিব কথা বলছেন আর ক্রিকেট আসবে না, তা কী করে হয়! দুদিন আগে আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে আইরিশদের বিপক্ষে আরেকটি সিরিজ নিয়ে সাকিবের কাছে জানতে চাইলে উল্টো জিজ্ঞেস করলেন, ‘(দল) হয়ে গেছে?’
এরপর অবশ্য সাকিব আয়ারল্যান্ড সফর নিয়ে সিরিয়াস উত্তরই দিয়েছেন। তিনি আশাবাদী এবারও বাংলাদেশ আইরিশদের বিপক্ষে ভালো করবে, ‘আগেও তো ওখানে ওদের সঙ্গে খেলেছি। ৩–০ ব্যবধানে জিতেছিলাম মনে হয়। চেষ্টা থাকবে একই ফল যেন করতে পারি। যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। যেভাবে ওয়ানডে খেলছি চেষ্টা করব ওভাবেই খেলতে। যেহেতু আমাদের ওয়ানডে দল শক্তিশালী, আশা করি ভালো করব।’
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড নাকানিচুবানি খেলেও নিজেদের মাঠে আইরিশরা একেবারে সহজ হবে না। তবে সাকিব এটি নিয়ে আগেই কিছু বলতে চান না, ‘খেলার পর বলতে পারব (আয়ারল্যান্ড কতটা কঠিন হবে), গণক নই, আমার পক্ষে গণনা করা সম্ভব না।’