হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ড সফরের দল দিয়েছে, জানেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ ১৯০ রান করেও ব্রাদার্সের বিপক্ষে জিতেছে মোহামেডান। এমন জয় তো আছেই, টানা হারের পর আবার টানা জয়ের ধারায় থাকায় সাকিব-মিরাজরা বেশ ফুরফুরেই মেজাজে আছেন। 

আজ ম্যাচের পর বনানীতে মোহামেডান দলের খেলোয়াড়েরা গিয়েছিলেন বিসিবি পরিচালক ও মোহামেডান কর্মকর্তা মাসুদুজ্জামানের কফি শপ উদ্বোধন করতে। সেখানে সাকিবকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। বাইরের খাবার কেমন উপভোগ করেন, এমন প্রশ্নে মজা করে বললেন, ‘এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগ ম্যাচের পর ইফতারটা খুব উপভোগ করছি। খুব ভালো খাবার দিচ্ছে মোহামেডান ক্লাব!’ সাকিবের উত্তরে হাসির রোল পড়ল। 

সাকিব কথা বলছেন আর ক্রিকেট আসবে না, তা কী করে হয়! দুদিন আগে আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে আইরিশদের বিপক্ষে আরেকটি সিরিজ নিয়ে সাকিবের কাছে জানতে চাইলে উল্টো জিজ্ঞেস করলেন, ‘(দল) হয়ে গেছে?’

আপনি জানেন না, এ প্রশ্নে সাকিবের উত্তর, ‘নাহ, আমি কোথা থেকে জানব? আমি জানি না, আসলেই। আছি (দলে)?’

এরপর অবশ্য সাকিব আয়ারল্যান্ড সফর নিয়ে সিরিয়াস উত্তরই দিয়েছেন। তিনি আশাবাদী এবারও বাংলাদেশ আইরিশদের বিপক্ষে ভালো করবে, ‘আগেও তো ওখানে ওদের সঙ্গে খেলেছি। ৩–০ ব্যবধানে জিতেছিলাম মনে হয়। চেষ্টা থাকবে একই ফল যেন করতে পারি। যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। যেভাবে ওয়ানডে খেলছি চেষ্টা করব ওভাবেই খেলতে। যেহেতু আমাদের ওয়ানডে দল শক্তিশালী, আশা করি ভালো করব।’ 

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড নাকানিচুবানি খেলেও নিজেদের মাঠে আইরিশরা একেবারে সহজ হবে না। তবে সাকিব এটি নিয়ে আগেই কিছু বলতে চান না, ‘খেলার পর বলতে পারব (আয়ারল্যান্ড কতটা কঠিন হবে), গণক নই, আমার পক্ষে গণনা করা সম্ভব না।’

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির