হোম > খেলা > ক্রিকেট

কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে না নিউজিল্যান্ড

কোয়ারেন্টিন জটিলতায় স্থগিত হয়ে গেল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর। আগামী ২৪ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরেই যাচ্ছে না কিউইরা।  

করোনা মহামারির শুরু থেকেই নিউজিল্যান্ড সরকার অনেক কড়া নিয়ম-নীতি মেনে আসছে। বাংলাদেশ দলকেও নিউজিল্যান্ড সফরে গিয়ে সেসব নিয়ম-নীতি মানতে হয়েছে। এবার নিজেদের সেই নিয়মেই আটকাতে চান না কিউই ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সরকারও ক্রিকেটারদের কোনো ছাড় দিতে রাজি হননি। আপাতত তাই অস্ট্রেলিয়া সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। 

সিরিজটির আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। আমরা অবশ্যই সিরিজটি পরবর্তী সময়ে আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাই। কেননা, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছে এই সিরিজ খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এই মুহূর্তে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। 

নিউজিল্যান্ড ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’