হোম > খেলা > ক্রিকেট

কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে না নিউজিল্যান্ড

কোয়ারেন্টিন জটিলতায় স্থগিত হয়ে গেল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর। আগামী ২৪ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরেই যাচ্ছে না কিউইরা।  

করোনা মহামারির শুরু থেকেই নিউজিল্যান্ড সরকার অনেক কড়া নিয়ম-নীতি মেনে আসছে। বাংলাদেশ দলকেও নিউজিল্যান্ড সফরে গিয়ে সেসব নিয়ম-নীতি মানতে হয়েছে। এবার নিজেদের সেই নিয়মেই আটকাতে চান না কিউই ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সরকারও ক্রিকেটারদের কোনো ছাড় দিতে রাজি হননি। আপাতত তাই অস্ট্রেলিয়া সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। 

সিরিজটির আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। আমরা অবশ্যই সিরিজটি পরবর্তী সময়ে আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাই। কেননা, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছে এই সিরিজ খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এই মুহূর্তে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। 

নিউজিল্যান্ড ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত