হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের সাবেক পেসারের দাবি, চোটে ভুগছেন হার্দিক

আইপিএলে ব্যাটিংটা নিয়মিত করলেও হঠাৎ করেই কেন জানি বোলিং করা বন্ধ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। অথচ নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে শুরুতেই বোলিং করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। 

মাঝে টানা তিন ম্যাচ বল হাতে নেননি হার্দিক। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে ফিরেছেন তিনি। তবে মাত্র একটি ওভারই করেছেন ভারতীয় অলরাউন্ডার। হঠাৎ বোলিং না করায় আলোচনা হচ্ছিল—চোটে পড়েছেন কি না। সত্যিই চোটে পড়েছেন কি না, তা জানা না গেলেও বড় রকমের এক দাবিই করে বসেছেন সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক পেসার জানিয়েছেন, হার্দিক চোটে পড়েছেন, তবে স্বীকার করছে না। 

বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ডুল বলেছেন, ‘মুম্বাইয়ের প্রথম ম্যাচে সে ওপেনিং বোলিং করেছে। এখন বোলিংয়ের বাইরে, বোলিংয়ে হঠাৎ করেই তার প্রয়োজন পড়ছে না এমনটা হতে পারে না। সে চোটে পড়েছে। আমি বলছি নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে। যেটা সে স্বীকার করছে না। তবে আমি নিশ্চিত কিছু একটা তার সঙ্গে হয়েছে। এটা আমার বিশ্বাস।’ 

এর আগে অবশ্য নিজের বোলিং না করার বিষয়ে হার্দিক জানিয়েছিলেন, সঠিক সময়ে ঠিকই বোলিংয়ে আসবেন তিনি। ৩০ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘সবকিছু ঠিক আছে। সঠিক সময়ে বোলিংয়ে ফিরব।’ 

গতকাল ফিরলেও পুরো বোলিং কোটা পূর্ণ করেননি হার্দিক। এখন সময়েই বলবে ডুলের বিশ্বাস সত্য কি না। তবে এবার টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছে মুম্বাই। শেষ দুই ম্যাচে অবশ্য জয় পেয়েছে তারা। নিজেও ব্যাটিংয়ে বেশ ছন্দেই আছেন। সবশেষ চার ম্যাচেই বিশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত