হোম > খেলা > ক্রিকেট

‘জন্মদিনের গিফট হোক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬২ বছর পূর্ণ করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: ফাইল ছবি

গুনে গুনে জীবনের ৬২ বসন্ত পার করে ফেলেছেন ফিল সিমন্স। ৬২তম জন্মদিনটা তাঁর কাটছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। জন্মদিনের উপহার ছাপিয়ে সিমন্সের চাওয়া, বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতুক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে । প্রথম টেস্টের আগে আজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন ৬২ বছর বয়সী সিমন্স। আর সিলেট টেস্ট যদি পাঁচ দিনে গড়ায়, তাহলে সেটা শেষ হবে ২৪ এপ্রিল। বাংলাদেশের প্রধান কোচের জন্মদিনেরও ৬ দিন পর হচ্ছে সেটা। বাংলাদেশের জয়ের মাধ্যমে উপহার যদি দেরিতেও আসে, তবু সিমন্স খুশি বলে সংবাদ সম্মেলনে আজ তাঁর কথায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিমন্স আজ সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এগোতে চান ম্যাচ ধরে ধরে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ধবলধোলাই নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ ধরে ভাবি। আগে প্রথম টেস্ট জিতি। এরপর সিরিজ জয়ের কথাও চিন্তা করব। প্রথম টেস্টের প্রথম দিনটা আগে জিততে চাই। সিলেট টেস্ট শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাবব।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

আরও পড়ুন:

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’