হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টি-বাধায় প্রায় তিন দিনের খেলা বন্ধ থাকার পর চতুর্থ দিন মাঠে নেমেই হতশ্রী দশা বাংলাদেশের। আজ দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে বাংলাদেশ পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক। ঢাকা টেস্টে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বৃষ্টিস্নাত কন্ডিশনে অনুকূল পরিবেশ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেননি দুই পেসার। 

যদিও আজ সকালে পাকিস্তানের দুই উইকেটের দুটিই নিয়েছেন দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। কিন্তু সে অর্থে উইকেটের ফায়দা নিয়ে পাকিস্তান ব্যাটারদের পরীক্ষা নিতে পারেননি দুজনের কেউই। পেস বোলারদের নিয়ে বাংলাদেশের এই সংকট নতুন নয়। ব্যাপারটা কী আসলে অনুশীলনের ঘাটতি নাকি ঘরোয়া ক্রিকেটে পেস সহায়ক উইকেটে না খেলা। 

সুজন অবশ্য পেসারদের দক্ষতার অভাবকেই বড় করে দেখছেন। ভালো মানের পেসার উঠে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বললেন, ‘এটা যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলব। প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, (ঘণ্টায়) ১৪০ (কিলোমিটার) গতিতে বোলিং করে, কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা “কমন সেন্সের” ব্যাপার। কোচরা অনুশীলন করায়, কিন্তু খেতে তো হবে আপনাকে। চিবোতে হবে আপনার। আপনি যদি চিবোতে না পারেন…।’ 

নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে সুজন আরও জানালেন, ‘মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেত? তখন তো আমরা আরও পারতাম না, আরও জানতাম না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ওই কোচ আলাদা। অবশ্য এই প্রশ্নটা বোলিং কোচের কাছে করলে আরও ভালো হতো।’

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট