হোম > খেলা > ক্রিকেট

জয়ের ফিফটির পরও কোনোরকমে ১০০ পেরোল ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানেও উজ্জ্বল মাহমুদুল হাসান জয়। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে পেলেন টানা তৃতীয় ফিফটি। অস্ট্রেলিয়া সফরে এইচপির হয়ে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন দুটি ফিফটি। গতকাল ইসলামাবাদেও চার দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংস বাংলাদেশ ‘এ’ দলের হয়ে করলেন ৬৫ রান।

কিন্তু নাসিম শাহ-মীর হামজার তোপ দাগানো বোলিংয়ের সামনে জয় ছাড়া বাকি ৯ ব্যাটার ছিলেন অসহায়। সবাই মিলে জয়ের রানটাই করতে পারেননি তাঁরা। প্রথম ইনিংসে ১২২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকেন তাঁরা। ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়ে ১৯৪ মিনিট লড়াই করে ১১৬ বলে ৬৫ রান করেছেন জয়। ইনিংসে ছিল ৯টি চার।

 ৪ ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। চট্টগ্রামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে দুজনই ব্যর্থ হলেন। মুমিনুল ১১ ও মুশফিক আউট হয়েছেন ১৪ রানে। এ ছাড়া আর দুই অঙ্কের রান করেছেন রেজাউর রহমান রাজা (১০)।

পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও মীর হামজা নিয়েছেন ৩টি করে উইকেট। লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র নিয়েছেন ২ উইকেট। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২ রান করেছে পাকিস্তান ‘এ’ দল। মোহাম্মদ হুরাইরা ০ ও সায়েম আইয়ুব ২ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট