হোম > খেলা > ক্রিকেট

ফাইনালে কেমন একাদশ গড়ছে ভারত-নিউজিল্যান্ড

ফাইনালে কেমন একাদশ গড়তে যাচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ছবি: আইসিসি

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ দেখা হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে নিজেদের সব ম্যাচই খেলেছে ভারত। নিউজিল্যান্ড গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। তারপর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে গেছেন উইলিয়ামসনরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতের অনেক নিজের ডেরা হয়ে গেছে। এ দিক থেকে কিছুটা এগিয়ে ভারত। তবে নিউজিল্যান্ডও দারুণ ভারসাম্যপূর্ণ দল। হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই তাদের। এর মধ্যেও কিছুটা দুশ্চিন্তা থাকছে সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরিকে নয়ে।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন হেনরি। যদিও পরে বোলিং করেছিলেন। ক্রিকইনফোর প্রতিবেদনে অবশ্য জানা গেছে, ফাইনাল খেলতে ফিট হেনরি।

ক্রিকইনফোর সম্ভাব্য একাদশে পরিবর্তন নেই কোনো দলে। সেমিফাইনালের একাদশ নিয়েই খেলবে ফাইনাল। ভারতের একাদশে চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং গ্রুপপর্ব কিউইদের ও সেমিতে অজিদের ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশও সেমিরটাই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। ঘূর্ণি জাদু দেখাতে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি।

আরও খবর পড়ুন:

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার