হোম > খেলা > ক্রিকেট

বিপিএলের আগের দিন মিরপুরে বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

মিরপুর শেরেবাংলায় ২ নম্বর গেটের সামনে দেখা গেছে দর্শকদের ভিড়। টিকিট না পাওয়ার কারণেই মূলত এই জটলা। ছবি:আজকের পত্রিকা

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুম। ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন মিরপুরে দেখা গেছে ঝামেলা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আজ সকালে দেখা গেছে মানুষের জটলা। বিশেষ করে দুই নম্বর গেটের সামনে তিল ধারণের ঠাঁই নেই। কেন এই মানুষের জটলা? জানা গেছে, বিপিএলের টিকিট না পেয়ে ভক্ত-সমর্থকেরা বিক্ষোভ করছেন। স্টেডিয়ামের সামনে কী ঘটছে, উৎসুক পথচারী সেটা দেখছেন।

১১তম বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। টুর্নামেন্টের আগের দিনই মিরপুর শেরেবাংলায় দেখা গেছে দর্শকদের জটলা। ছবি:আজকের পত্রিকা

টিকিট কীভাবে, কত টাকায় পাওয়া যাবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমণ্ডি, কামরাঙ্গিরচড়, উত্তরা, পল্টন স্কাউট বিল্ডিং-এই সাত শাখায় আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। সর্বোচ্চ ২০০০ টাকায় শেরেবাংলার গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর ও নিচের অংশে বসে খেলা দেখা যাবে। সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন গ্যালারিতে বসে।

বিপিএলে টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তি দূর করতে কয়েক মাস আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তাঁরা টিকিটগুলো ডিজিটালাইজড করতে যাচ্ছেন। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই বিসিবি সভাপতির কথার সঙ্গে কোনো মিল পাওয়া গেল না।বিপিএলে টিকিট নিয়ে চিরাচরিত ঝামেলাটা থেকেই গেল।

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির