১৬ দল থেকে বেড়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। দল যেমন বেড়েছে, তেমনি নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটও বদলানো হয়েছে।
২০ দল চারটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রতি গ্রুপে দল থাকবে পাঁচটি করে। শীর্ষে থাকা দুটি করে দল উঠবে চারটি গ্রুপ থেকে। এই আটটি দল নিয়ে হবে সুপার এইট রাউন্ড। সুপার এইট থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে। সেমিফাইনাল থেকে এরপর হবে ফাইনাল।
২০ দলের মধ্যে ১২ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ আয়োজক হওয়ায় সরাসরি খেলবে। এরপর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানারআপ পাকিস্তানের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস-২০২২ বিশ্বকাপের শীর্ষ আট দল খেলবে সরাসরি। চলতি বছরের ১৪ নভেম্বরের মধ্যে র্যাংকিংয়ের মধ্যে থাকায় বাংলাদেশ, আফগানিস্তানও বাছাইপর্ব না খেলে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
২০০৭ থেকে ২০২২ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে আটবার। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত আর সর্বশেষ ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। দুটো বিশ্বকাপেই রানারআপ হয়েছে পাকিস্তান। আট মৌসুমের মধ্যে সর্বোচ্চ দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। সর্বোচ্চ দুইবার করে রানারআপ হয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান। একবার করে রানারআপ হয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।