হোম > খেলা > ক্রিকেট

পাপন-মল্লিকসহ বিসিবির ১১ পরিচালকের পদ বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­

নাজমুল হাসান পাপন ও ইসমাইল হায়দার মল্লিক। ফাইল ছবি

২০২১ সালের অক্টোবরে নির্বাচিত বিসিবির পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হতে এখনো এক বছর বাকি থাকলেও ক্ষমতার পটপরিবর্তনে বেশির ভাগ পরিচালক এখন অদৃশ্য! আজ বিসিবি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে, ১১জন পরিচালকের পদ বাতিলের বিষয়টি।

এরই মধ্যে পদত্যাগ করা নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ ও মো. এনায়েত হুসাইন সিরাজের পদত্যাগপত্র বোর্ড গ্রহণ করেছে। আজ বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত ১৫তম বোর্ড সভায় যাঁদের পরিচালক পদ বাতিল করে শূন্য ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন—নাজমুল হাসান পাপন, মনজুর কাদের, এ. জে. এম. নাসির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটু, ওবেদ রশিদ নিজাম, গাজী গোলাম মুর্তজা ও নাজিব আহমেদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন বা ততোধিক সভায় টানা অনুপস্থিত থাকলে পদ বাতিল বলে গণ্য হবে। উল্লিখিত পরিচালকেরা গত দুই মাসে বিসিবির কোনো বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না। ৫ আগস্টের পর তাঁরা বেশিরভাগই আত্মগোপনে।

আজ বিসিবির বিসিবির পরিচালনা পরিষদের সভা হয়েছে বিকেলে। ছবি: বিসিবি

বিসিবিকে যুগোপযোগী ও কার্যকর রাখতে বোর্ড একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি বর্তমান বিসিবি সংবিধান মূল্যায়ন করে, উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করবে এবং বিসিবির কৌশলগত লক্ষ্য ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের প্রস্তাব দেবে এই কমিটি।

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ