হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েও কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ের আক্রমণাত্মক বোলিংয়ে কাঁপছে বাংলাদেশ। ছবি: বিসিবি

বাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।

চার বছর পর আজ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আগে ব্যাটিং নিয়েও যে স্বস্তিতে নেই স্বাগতিকেরা। জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচির তোপে কাঁপছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেটে ৬৫ রান করেছে স্বাগতিকেরা। অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুমিনুল হক।

টেস্ট ঘরানায় ধীরেসুস্থে শুরু করলেও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ২৪ রানে। নবম ওভারের চতুর্থ বলে নিয়াউচির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে যান সাদমান ইসলাম। গালি অঞ্চলে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ব্রায়ান বেনেট। ২৩ বলে ১ চারে ১২ রান করেন সাদমান। এক ওভার বিরতিতে এসে বাংলাদেশের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফিরিয়েছেন নিয়াউচি। অফস্টাম্পের এত বাইরের বল যেখানে ছাড়লেই চলত, সেখানে খোঁচা মেরেছেন জয়। ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়োভো। জয় করেছেন ১৪ রান।

দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ২ উইকেটে ৩২ রান। মুহূর্তেই সেটা ৩ উইকেটে ৩২ রান হতে পারত। ১২তম ওভারের তৃতীয় বলে মুমিনুলের গ্লাভসে লেগে বল বাতাসে ভাসলেও সেটা তালুবন্দী করতে পারেননি মায়োভো। মুমিনুল তখন রানের খাতাই খুলতে পারেননি। যে নিয়াউচিকে সামলাতেই বাংলাদেশ হিমশিম খাচ্ছে, জিম্বাবুয়ের এই পেসারের ওভার থেকে শান্ত এরপর নিয়েছেন ১০ রান। ১৩তম ওভারে দুটি চার মারেন শান্ত। ২২ বলে ৩ চারে ১৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। আর মুমিনুল করেছেন ১৫ রান।

আরও পড়ুন:

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা