হোম > খেলা > ক্রিকেট

এবার নিউজিল্যান্ডে সিরিজ জিততে চায় বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট সিরিজের এক মাসও পেরোয়নি। বাংলাদেশ ক্রিকেট দল এবার খেলতে গেছে নিউজিল্যান্ডে। তাসমান সাগরের দেশে এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে সীমিত ওভারের ক্রিকেটে। সিরিজ জিততে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দল যেসব দেশে খেলতে যায়, তার মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল ঘন ঘন নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। ২০১৬, ২০১৯, ২০২১, ২০২২—ছয় বছরে চারবার কিউইদের মাঠে সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাফল্য কেবল ১ ম্যাচ জয়। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছিল বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, তিন সংস্করণ মিলে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে ৩৬ ম্যাচ খেলে বাংলাদেশ ৩৫টিতেই হেরেছে। বাংলাদেশের কোনো সিরিজ জেতা হয়নি নিউজিল্যান্ডের মাঠে। 

প্রায় দুই বছর পর বাংলাদেশ দল আবার গেল নিউজিল্যান্ড সফরে। এই সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে পরশু বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজ শুরুর আগে আজ ডানেডিনে হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের সঙ্গে ডানেডিনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছবি তুলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, দল হিসেবে আমরা এই সিরিজ জিততে চাই। আমাদের দলটা ভালো। আর আপনি উল্লেখ করেছেন যে আমরা গত বছর এখানে একটি টেস্ট জিতেছি। এই সিরিজ জেতা হচ্ছে আমাদের আরেক লক্ষ্য। যদি এই সিরিজ জিততে পারি, তাহলে তা আমাদের জন্য ভালো হবে।’ 

ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে গতকাল লিংকনের বার্ট সাটক্লাইফ স্টেডিয়ামে হয়েছে প্রস্তুতি ম্যাচ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ট্যুর ম্যাচে বাংলাদেশ করেছে ৩৩৪ রান। সর্বোচ্চ ৮৭ রান করেন রিশাদ হোসেন। ৫৪ বলের ইনিংসে ১১ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাসও ফিফটি পেরিয়েছেন। ব্যাটিংয়ে ঝড় তোলা রিশাদ বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ২৬ রানে জিতেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে শান্ত বলেন, ‘সতীর্থরা দারুণ ক্রিকেট খেলেছে। উইকেট দারুণ ছিল। প্রত্যেকেই পারফরম্যান্সের মাধ্যমে তাদের প্রস্তুতি সেরে নিয়েছে। নিউজিল্যান্ড একাদশও দারুণ ক্রিকেট খেলেছে। প্রস্তুতি ম্যাচটা দারুণ ছিল। সতীর্থরা সিরিজ নিয়ে সত্যিই আশাবাদী।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক