হোম > খেলা > ক্রিকেট

বিসিবিতে আসতে তাঁদের তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিএনপিপন্থী সাবেক পরিচালকদের (২০০১-২০০৫) একটি অংশ বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেছেন কাল। এতে নেতৃত্বে দেন বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীন।

সভা শেষে সংবাদমাধ্যমকে নুরুল কবির শাহীন বলেন, ‘আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই আমাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এরপর যাঁরাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি করছেন। দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর ক্রিকেট বোর্ডে এসেছি। বোর্ড বদলে গেছে। কিন্তু এর মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমাদের ক্রিকেট যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি। তারা দেশের ক্লাব ক্রিকেটকে শেষ করেছে।’

ফারুকের কাছে তাঁদের চাওয়া কী, সেটির ব্যাখ্যায় শাহীন বলেছেন, ‘আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’

বিসিবির পরের পরিচালনা পরিষদের সভা হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে। এরই মধ্যে চারজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন। এরই মধ্যে ক্যাটাগরি-১ থেকে বরিশাল, সিলেট ও ঢাকার পরিচালক পদ শূন্য হয়ে পড়েছে। যাঁরা পদত্যাগ করেননি, তাঁরা পরের সভায় অনুপস্থিত থাকলে তাঁদের পরিচালক পদ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে বিসিবি সেই শূন্য পদ পূরণ করবে। আর এসব শূন্য পদে আসতেই বিএনপিপন্থী সাবেক পরিচালকেরা তোড়জোড় শুরু করেছেন।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট