২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। টেস্টকে বিদায় বললেও চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে আর টি-টোয়েন্টি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন এই পাকিস্তান অলরাউন্ডার।
১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন হাফিজ। দুবাইয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ হয়ে থাকবে ৪১ বছর বয়সী এই অলরাউন্ডারের।
টি-টোয়েন্টি সংস্করণে ১১৯ ম্যাচ খেলে ২৬.৪৬ গড়ে ২৫১৪ রান করেছেন হাফিজ। ফিফটি রয়েছে ১৪টি। টেস্ট ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে গেলেও ওয়ানডে দলে নিয়মিত ছিলেন না। এই সংস্করণে ২০১৯ বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে নিজের সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন।
সব মিলিয়ে ২১৮ ওয়ানডেতে ৩২.৯০ গড়ে ৬ হাজার ৬১৪ রান করেছেন হাফিজ। ১১ সেঞ্চুরির পিঠে ফিফটি ৩৮টি। ৫৫ টেস্টে ৩৭.৬৪ গড়ে ৩৬৫২ রান করেছেন। ১২ ফিফটির সঙ্গে সেখানেও রয়েছে ১০ সেঞ্চুরি। তিনটি ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি অংশ নিয়েছেন ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে।
তবে জিততে পারেননি একটা বিশ্বকাপও। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ী দলে ছিলেন না হাফিজ। তবে দেশের হয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন সব সংস্করণে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার।