হোম > খেলা > ক্রিকেট

নিউইয়র্কের পিচ ঠিক করতে উঠেপড়ে লেগেছে আইসিসি

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস ছুটে যাচ্ছে এই পিচে রান তুলতে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ হওয়া এই মাঠে প্রথম ব্যাট করা দল গুটিয়ে গেছে ১০০ রানের আগেই। তা নিয়ে চলছে সমালোচনা। বিতর্কের মুখে পিচ নিয়ে দ্রুত কাজ করার কথা জানিয়েছে আইসিসি। 

অস্থায়ীভাবে নির্মিত নিউইয়র্ক স্টেডিয়ামের ড্রপ-ইন পিচগুলো যে অবস্থায় আছে, তাতে এটিকে কেউ বলছে ‘বিপজ্জনক’ কারও ভাষায় ‘জঘন্য’। নাসাউয়ের পিচ নিয়ে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসিসি স্বীকার করছে যে, নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি।’ 

পিচ নিয়ে কাজ করার ব্যাপারে আইসিসি আরও জানিয়েছে, ‘বাকি ম্যাচের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো পিচ তৈরি করতে গতকালের ম্যাচের পর থেকে আমাদের মাঠকর্মীরা কঠোর পরিশ্রম করছে।’ 

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও ইংল্যান্ড দলের সাবেক টিম ডিরেক্টর অ্যান্ডি ফ্লাওয়ারও পিচ নিয়ে তাঁর অসন্তোষের কথা জানান। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘আমাকে এটা বলতে হবে যে, একটি আন্তর্জাতিক ম্যাচের জন্য এই পিচ মোটেও ভালো নয়। এটি অনেকটাই ভয়ংকর বলা যায়।’

এই মাঠে আগামী রোববার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। এ ছাড়া আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচসহ এখনো গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ বাকি এই মাঠে।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ