হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।ছবি: ক্রিকইনফো

সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছেন না।

নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ২১ ম্যাচে ৭ জয়ে ১৯। সরাসরি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিততে হবে জ্যোতিদের। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এই সিরিজ থেকে পয়েন্ট সংগ্রহ করা। বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আমাদের এই সিরিজে সেরা পারফরম্যান্স দিতে হবে।’

২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রে পয়েন্ট টেবিলের প্রথম ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ৭ নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আছে ৯ নম্বরে। ২১ ম্যাচে ৬ জয়ে ক্যারিবীয়দের পয়েন্ট ১৪। ৯ নম্বরে থাকলেও ক্যারিবীয়রা নিজেদের মাঠে শক্তিশালী। তবু আশা ছাড়ছেন না বাংলাদেশের অধিনায়ক জ্যোতি, ‘আমাদের দলটি এখন ধীরে ধীরে উন্নতি করছে। সবার কঠোর পরিশ্রমের ফল আমরা এই সিরিজে দেখাতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটি খেলতে তিন দিন আগে ক্যারিবীয় দ্বীপে পৌঁছেছেন জ্যোতিরা। সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।’

ওয়েস্ট ইন্ডিজে নিজেদের সেরাটা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। দলে আমাদের সমন্বয় ভালো। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল গড়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ভালো ফল আসবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট