হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে জবাব দিয়ে ভারতীয় ব্যাটারের ‘পুষ্পা’ উদ্‌যাপন

অস্ট্রেলিয়াকে জবাব দিয়ে নিতীশের ‘পুষ্পা’ উদ্‌যাপন। ছবি: এএফপি

বক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিনই বিপর্যয়ে পড়েছিল ভারত। আজ তৃতীয় ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা দ্রুত ড্রেসিংরুমে ফিরলে আরও বিপদ বাড়ে সফরকারীদের। কিন্তু তখনো ছিলেন নিতীশ কুমার রেড্ডি। টেল-এন্ডারে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সফরে প্রত্যেক ইনিংসেই কার্যকর ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। খাদের কিনারায় দাঁড়িয়ে এবারও বুক চিতিয়ে লড়ছেন নিতীশ।

নিতীশের ফিফটিতে মেলবোর্ন টেস্টে ফলোঅন এড়ায় ভারত। মাঠ ভেজার কারণে তৃতীয় সেশনে খেলা শুরুতে একটু দেরি। তার আগে এ পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩২৬ রান। অস্ট্রেলিয়া এখনো এগিয়ে আছে ১৪৮ রান। আগের দিনের ৫ উইকেটে ১৬৪ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামে ভারত। দিনের ১০ম ওভারে স্কট বোল্যান্ডের শিকার হন পন্ত (২৮)। একটু পরই নাথান লায়নের ঘূর্ণি জাদুতে ১৭ রানে ফেরেন জাদেজাও।

২২১ রানে ৭ উইকেট হারানো ভারতের সামনে উঁকি দিচ্ছিল ফলোঅন শঙ্কা। কিন্তু অষ্টম উইকেটে নিতীশ ও ওয়াশিংটন সুন্দরের ১৯৫ বলে ১০৫ রানের অসাধারণ জুটিতে ফলোঅন এড়িয়ে ব্যবধানও কমাতে থাকে সফরকারীরা। ১১৯ বলে ৮১ রানে অপরাজিত আছেন নিতীশ। ১১৫ বলে ওয়াশিংটন ৪০ রানে অপরাজিত।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নিতীশের টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি উদ্‌যাপনের দৃশ্য। দলের চাপেরমুখে সাবলীল ব্যাটিংয়ে ৮১ বলে ফিফটি তুলে নেন নিতীশ। মেলবোর্নে টেস্টে ৭ নম্বরে বা তারও পরে ব্যাট করতে নেমে, সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে ফিফটি করার রেকর্ডও গড়লেন এই অলরাউন্ডার। নিতীশ ব্যাট করতে নামেন ৮ নম্বরে।

ফিফটি করেই নিতীশের ‘পুষ্পা’ উদ্‌যাপন! সে উদ্‌যাপনে বার্তা দিলেন সহজে হার না মানার—‘পুষ্পা ঝুকেগা নেহি’। ‘পুষ্পা: দ্য রাইজ়’ সিনেমায় নায়ক আল্লু অর্জুনের চরিত্রের মতো করে দাড়িতে হাত বোলানোর অঙ্গভঙ্গি করেন নিতীশ। তবে সিনেমার চরিত্রের মতো সেই অঙ্গভঙ্গি করতে ডান হাত নয়, বরং ব্যবহার করেন ব্যাট। আর তা দেখে ধারাভাষ্যকক্ষ থেকে সুনীল গাভাস্কার বলে উঠলেন, ‘পুষ্পা’।

‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যক্কারজনক’

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভারতে মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা