হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে উইন্ডিজের বিধ্বস্ত হওয়ার ম্যাচে যত রেকর্ড

ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে হেসেখেলে জিতেছে ভারত। তিনদিনে শেষ হওয়া টেস্টে হয়েছে একগাদা রেকর্ড।

প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৫০ রানে। ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪২১ রানে ইনিংস ঘোষণা করেছে। সফরকারীদের ব্যাটিং করা লেগেছে একবারই। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি জাদুতে পরাস্ত হয়ে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ১৩০ রানে অলআউট হয়েছে। ইনিংস ও ১৪১ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। যা এশিয়ার বাইরে ইনিংসে সর্বোচ্চ রানে ভারতের জয়ের রেকর্ড। দুর্দান্ত এই রেকর্ডের সঙ্গে আরও অনেক রেকর্ড হয়েছে ডমিনিকা টেস্টে।

৫: পঞ্চম বোলার হিসেবে বাবা-ছেলে দুই জনেরই উইকেট নেওয়ার কীর্তি গড়েন রবিচন্দ্রন অশ্বিন। আর ভারতীয়দের মধ্যে অশ্বিন প্রথম। প্রথম দিনই ত্যাগনারায়ণ চন্দরপলের উইকেট নেন অশ্বিন। ভারতীয় এই স্পিনার ২০১১ সালে টেস্টে শিবনারায়ণ চন্দরপলের উইকেট নিয়েছিলেন। ভারতী বোলারদের মধ্যে এই রেকর্ডে অশ্বিন প্রথম।

১৭: ১৭ তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন যশস্বী জয়সওয়াল। ৩৮৭ বলে ১৭১ রান করেছেন জয়সওয়াল। ভারতীয় ব্যাটারদের মধ্যে অভিষেক টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস এই বাঁহাতি ব্যাটারের।

৭২: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৭২ উইকেট নিয়েছেন অশ্বিন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে তা চতুর্থ সর্বোচ্চ। ৮৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে কপিল দেব।

৮: ডমিনিকা টেস্টে ১৩১ রান দিয়ে ১২ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে এই নিয়ে আটবার এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডে কুম্বলের সঙ্গে যৌথভাবে শীর্ষে অশ্বিন।

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির