হোম > খেলা > ক্রিকেট

এবার স্টোকসের মেসেজ পেলে ‘ডিলিট’ করে দেবেন মঈন

ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার। 

গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।

স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’ 

৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন