শেষ ওভারের জন্যই মনে হয় সব নাটক জমে ছিল। অবশেষে শেষ যুদ্ধে জয়ী হলেন মোসাদ্দেক, জয়ী হলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে নখ কামড়ানো ম্যাচে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল ধাক্কায়। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ রানেই ৪ উইকেট হারায় তারা। বাংলাদেশের শুরুটা আজও করেছেন তাসকিন। আগের দুই ম্যাচর মতো আজও প্রথম ওভারেই উইকেট এনে দেন বাংলাদেশি বোলার। দলীয় ৪ রানেই ওপেনার ওয়েলসি মাধেভেরেকে আউট করেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট তুলে নেন তিনি।
তাসকিন সরব, তাই বলে কি নীরব থাকবেন মুস্তাফিজ? না, জ্বলে উঠলেন এই বাঁহাতি পেসারও। বোলিংয়ে এসে জোড়া উইকেট নিলেন তিনি। এরপর আরও একটি উইকেট হারিয়ে ৬৯ রানেই ৫ উইকেট চলে যায় জিম্বাবুয়ের।
তবে সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ১৫১ রানের জয়ের লক্ষ্যে ভালোই এগিয়ে যাচ্ছিল ক্রেইগ আরভিনের দল। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ৬ বলের মধ্যে দুটিতে উইকেট তুলে নেন মোসাদ্দেক। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। আর তাতেই রান নিতে পারল না জিম্বাবুয়ে, সাকিবরা মেতে উঠলেন উল্লাসে।
কিন্তু সেই উল্লাস মিইয়ে যেতেও সময় লাগল না। কারণ শেষ বলটি যে হয়েছে নো বল! আবার বদলে গেল সমীকরণ, শেষ বলে প্রয়োজন দাঁড়াল ৪ রানে। ম্যাচের শুরুতে বল হাতে উদারহস্ত মোসাদ্দেক মাথা ঠান্ডা করে হাত ঘোরালেন, হলো ডট বল। এবার অবশ্য সাকিবদের উল্লাসে আর বাধা হতে পারল না জিম্বাবুয়ে।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর: