হোম > খেলা > ক্রিকেট

দুর্দান্ত তাইজুলে লিড পেল বাংলাদেশ  

তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া বাবর আজমের দল অলআউট হয়েছে ২৮৬ রানে। বাংলাদেশের লিড ৪৪ রানের। শেষ উইকেটে ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি ২৯ রানের জুটি না গড়লে বাংলাদেশের লিড আরও বড় হতে পারত।

৬ উইকেট হাতে নিয়ে ২০৩ রান থেকে দিনের দ্বিতীয় সেশন শুরু করে পাকিস্তান।  এই সেশনের শুরু থেকে পাকিস্তানি ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় সেশনের শুরুতেই দুই পেসার ইবাদত ও আবু জায়েদ রাহীকে আক্রমণে আনেন মুমিনুল হক। দ্বিতীয় ওভারেই রিজওয়ানকে (৫) ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটি প্রমাণ করেন ইবাদত।  

রিজওয়ান আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেনি সেঞ্চুরিয়ান আবিদ আলী। প্রথম সেশনে বাজিমাত করা তাইজুল এলবিডব্লুর ফাঁদে ফেলেন আবিদকে (১৩৩)। রিভিউ নিয়েও রক্ষা হয়নি আবিদের। এক ওভার পর আবারও তাজুলের আঘাত। এবার শিকার পেসার হাসান আলী। স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হাসানকে বিদায় করেন তিনি। 

হাসানকে ফিরিয়ে ৫ উইকেটও পূর্ণ করেন তাইজুল। এই নিয়ে টেস্টে ৯ম বারের মতো ৫ উইকেট পেলেন এই বাঁহাতি অফ স্পিনার। পরে নোমান আলীও (৮ ) এলবিডব্লু হন তাইজুলের বলে।   

এর আগে সাজিদ খানকে (৫) বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ইবাদত। দিনের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা ইবাদত ফল পেয়েছেন দ্বিতীয় সেশনে।  

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট