হোম > খেলা > ক্রিকেট

গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

সুপার সিক্স বাংলাদেশের মেয়েরা নিশ্চিত করে ফেলেছেন আগের ম্যাচেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ আজ খেলেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। বেনোনির উইলোমুর পার্ক ‘বি’তে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।

১০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। ৪.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেট ২১ রান। সুমাইয়া আক্তার করেছেন ১২ বলে ১০ রান এবং আফিয়া প্রত্যাশা ১০ বলে ৮ রান করেন। এরপর তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন স্বর্ণা। স্বর্ণাকে ফিরিয়ে জুটি ভাঙেন সাই তন্ময়ী ইয়ুন্নি। 

স্বর্ণার পর দিলারাও দ্রুত বিদায় নেন। ১৭ রান করা দিলারার উইকেট নেন ভূমিকা ভদ্রিরাজু। স্বর্ণা, দিলারা বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয় ৪ উইকেটে ৬৪ রান। এরপর পঞ্চম উইকেটে রাবেয়া আক্তার ও দিশা বিশ্বাসের ২২ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। আর ম্যাচ শেষ করে আসেন রাবেয়া খান ও মিষ্টি সাহা। ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে দিশা বিশ্বাসের দল। সর্বোচ্চ ২২ রান করেন স্বর্ণা। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে দুটো উইকেট নিয়েছেন আদিতিবা চুরাসামা। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক গীতিকা কোদালি। ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেছিলেন স্নিগ্ধা পল। বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা বিশ্বাস ২ উইকেট এবং মারুফা আক্তার নিয়েছেন ১ উইকেট।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট