হোম > খেলা > ক্রিকেট

ব্র্যাডম্যানের স্মৃতি ফিরিয়ে খাজার ২৩২

ক্রীড়া ডেস্ক    

এক দ্বিশতকে তিন রেকর্ড উসমান খাজার। ছবি: এএফপি

স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে উসমান খাজার নামটা কিছুতেই যায় না। তাঁর ব্যাটিং গড়কে ২ দিয়ে গুণ করলেও কিংবদন্তি ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের (৯৯.৯৪) ধারে কাছে ঘেঁষে না! তবে ক্রিকেট ইতিহাসের একটা পাতায় আটত্রিশ বছর বয়সী খাজা ঠিকই স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসলেন। খাজার আগে ৩৮ কিংবা তার চেয়ে বেশি বছর বয়সে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড শুধু স্যার ডনেরই।

১৯৪৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিডনি টেস্টে ২৩৪ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান। তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর ১০৮ দিন। কাল কিংবদন্তির সেই স্মৃতি ফিরিয়ে খাজা যখন ২৩২ রান করলেন, তখন তাঁর বয়স ৩৮ বছর ৪৩ দিন। অবশ্য অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে ব্র্যাডম্যানের ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ১৯৪৮ সালে। ভারতের বিপক্ষে অ্যাডিলেডে স্যার ডন ব্র্যাডম্যান ২০১ রান করেছিলেন ৩৯ বছর ১৪৯ দিন বয়সে।

খাজার ডাবল সেঞ্চুরি পাওয়ার দিনে সেঞ্চুরি করেছেন অভিষিক্ত জশ ইংলিশ। আর তাতে গল টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড়ে উঠেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ইনিংস ঘোষণার আগে ৬ উইকেটে ৬৬৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে আগেভাগে দিনের খেলা শেষ হওয়ার আগে প্রথম ইনিংস শুরু করে খেলার যে ১৫ ওভার খেলার সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা, তাতে প্রথম ইনিংসে ৩ উইকেটে তুলেছে ৪৪ রান। অর্থাৎ গল টেস্টে অস্ট্রেলিয়ার রান পাহাড়ের নিচে চাপা পড়ার জোগাড় স্বাগতিক শ্রীলঙ্কার।

শুধু স্যার ডন ব্র্যাডমানের পর অস্ট্রেলিয়ার হয়ে ৩৮ বছর বয়সেই ডাবল সেঞ্চুরি করাই নয়, ১৬টি চার ও ১টি ছক্কায় তাঁর ২৩২ রানের ইনিংসটি আরও দুটি রেকর্ড গড়েছে। ৩৮ বছর বয়সে কোনো অস্ট্রেলীয় ওপেনারের এটাই দ্বিশতক। আর শ্রীলঙ্কার মাটিতে কোনো অস্ট্রেলীয় ব্যাটারের এটাই সর্বোচ্চ ইনিংস। এর আগে এই রেকর্ডটিতে ছিল জাস্টিন ল্যাঙ্গারের নাম। ২০০৪ সালে কলম্বো টেস্টে লঙ্কান স্পিনারদের বিপক্ষে খেলেছিলেন ১৬৬ রানের ইনিংস।

আগের দিনের ১৪৭ রান নিয়ে এদিন খেলা শুরু করে নিজের মতো করেই এগিয়ে যেতেন থাকেন খাজা। স্মিথের সঙ্গে গড়েন ২৬৬ রানের জুটি। আগের দিন সেঞ্চুরি পাওয়া স্মিথ ১৪১ রানে আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। আর স্পিনার জেফ্রি ভ্যান্ডারসের সোজা ডেলিভারিতে যখন এলবিডব্লিউ হয়ে গেলেন তখন উসমান, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করেছে ২৩২ রান। যা তাঁর ক্যারিয়ারের প্রথম দ্বিশতক ও সেরা ইনিংস।

স্মিথ আউট হয়ে যাওয়ার পর খাজার সঙ্গে জুটি বেঁধেছিলেন, জশ ইংলিশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি পেয়েছেন তিনিও। চতুর্থ উইকেটে খাজার সঙ্গে ১৪৬ রানের জুটি গড়া ইংলিশ প্রবাত জয়াসুরিয়ার শিকার হওয়ার আগে করেন ১০২ রান। জয়াসুরিয়া ও ভ্যান্ডারসে দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট।

অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণার পর ৩০ রানের মধ্যেই ওসাদা ফার্নান্দো, দিমুখ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরে যান। কাকতালীয় মিল—তিন ব্যাটারই আউট হয়েছেন ৭ রান করে।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল