হোম > খেলা > ক্রিকেট

জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বাংলাদেশের কাছে শেষ ওমান

ক্রীড়া ডেস্ক    

ওমানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন। বল পেলেই সেগুলোকে অনায়াসে সীমানাছাড়া করেছেন বাংলাদেশের এই দুই ব্যাটার। হংকং ক্রিকেট সিক্সেসে ওমানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

মংকং গ্রাউন্ডে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিতেন রামানন্দী। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা বাংলাদেশ লুফে নিয়েছে দুই হাত ভরে। মারমুখী ওপেনার জিসান ১২ বলে করেছেন ৫৫ রান। মেরেছেন ১ চার ও ৮ ছক্কা। জিসানের মতো ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে সেটা জিসানের সঙ্গে ‘কার্বন কপি’ হয়নি। সাইফউদ্দিন মেরেছেন ৩ চার ও ৭ ছক্কা। বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ১৪৭ রান।

ব্যাটিংয়ে যেমন তাণ্ডব চালিয়েছেন জিসান, বোলিংয়েও দেখিয়েছেন ভেলকি। ১ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট। ইনিংসের শেষ দুই বলে ওমানের দুই ব্যাটার জিতেন ও শুয়াইব আল বালুশিকে ফিরিয়েছেন জিশান। ওমান নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১১৩ রান। বাংলাদেশের ৩৪ রানের বিশাল জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন জিশান।

মোহাম্মদ সাইফউদ্দিনও করেছেন ১২ বলে ৫৫ রান। জিসান-সাইফউদ্দিনের তাণ্ডবের দিনে ওমানকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

মংকংয়েই বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে ইয়াসির আলী চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে এখন পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কারও সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে লঙ্কানরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেট রানরেট ‍+৬.৩৪৭ ও ‍+৫.৬৬৭। গ্রুপের অপর দল ওমান দুই ম্যাচের দুটিতেই হেরেছে।

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের