হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় বোর্ডকে এই সমস্যার কথা আগেই বলেছিলেন বুমরা

ক্রীড়া ডেস্ক    

চোটের সঙ্গে গত কয়েক বছর ধরে লড়ছেন জসপ্রীত বুমরা। ছবি: ক্রিকইনফো

চোট যে জসপ্রীত বুমরার নিত্যসঙ্গী। ভারতীয় এই ক্রিকেটারকে সাম্প্রতিক সময়ে চোটের কারণে মিস করতে হয়েছে মেজর টুর্নামেন্টও। এমনকি কোনো বছর পুরো আইপিএলও খেলতে পারেননি ভারতীয় তারকা ক্রিকেটার। নিজের এই সমস্যার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আগেই জানিয়েছিলেন বুমরা।

বুমরার চোটের প্রসঙ্গ এবার এসেছে রোহিত শর্মা-বিরাট কোহলির কারণেই। এ বছরের মে মাসে আইপিএল চলাকালীন রোহিত-কোহলি দুজনেই সামাজিক মাধ্যমে টেস্টকে বিদায় বলেছেন। তখনই বুমরাকে টেস্টের অধিনায়ক করার চিন্তাভাবনা চলছিল বলে জানা গেছে। স্কাই স্পোর্টসে দিনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে পরশু রাতে বুমরা বলেন, ‘তখন বিসিসিআই আমাকে নেতৃত্বের জন্য ভাবছিল। কিন্তু বোর্ডকে ফোন দিয়ে বলেছিলাম যে অধিনায়ক হিসেবে থাকতে চাই না। কারণ, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পুরোটা সময় নিজের সর্বোচ্চটা দিতে পারব না। তাছাড়া পাঁচ টেস্টের সিরিজে কেউ নেতৃত্ব দেবে তিন ম্যাচে, দুই ম্যাচে অধিনায়কত্ব করবে অন্য ক্রিকেটার—সেটা দলের জন্য ভালো কিছু নয়।’

আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা সবশেষ খেলেছেন এ বছরের জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে তিনি অধিনায়ক থাকলেও পিঠের চোটে পড়ে মাঝপথে হাসপাতালে যেতে হয়েছিল। তখনই যেন বুমরা বুঝতে পেরেছেন বাস্তবতা। ভারত যেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অহরহ খেলে, চোট নিয়ে অধিনায়কত্ব করাটা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি। টেস্টে নেতৃত্বের ব্যাপারে ভারতীয় এই তারকা পেসার বলেন, ‘আইপিএল (এ বছরের মে মাসে) চলার সময় বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছিলাম। পাঁচ টেস্টের সিরিজে ওয়ার্কলোড নিয়ে আলাপ-আলোচনা করেছিলাম। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওয়ার্কলোডের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে তিনি (চিকিৎসক) সবসময় বলেছেন।’

রোহিত-কোহলির হঠাৎ টেস্ট থেকে অবসরের কারণে বিসিসিআই শুবমান গিলকে টেস্ট অধিনায়ক করেছে। গিলের নেতৃত্বে ভারত এবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। হেডিংলিতে পরশু শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ২ জুলাই এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট লর্ডসে ১০ জুলাই থেকে। ওল্ড ট্রাফোর্ড ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট। ৩১ জুলাই দ্য ওভালে শুরু হবে পঞ্চম টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের দলে আছেন বুমরাও।

২০২২ এশিয়া কাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—চোটে পড়ায় বুমরা তাঁর ক্যারিয়ারে মেজর এই টুর্নামেন্টগুলো মিস করেছেন। ভারতের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলে তাই থাকতে পারেননি তিনি। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বুমরার ম্যাজিকে। আইসিসির এই ইভেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন