হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে দরকারের সময় পাই না, বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে এক রহস্যময় খেলোয়াড়। সিরিজ শুরুর আগে তাঁর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসাটা একধরনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সাকিব খেলবেন নাকি খেলবেন না, তা খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) জানে না! সাম্প্রতিককালে প্রতিটি সিরিজের আগে কোনো না কোনো সমস্যা দেখা দেয় বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে। যথারীতি শ্রীলঙ্কা সিরিজে দলে থাকলেও করোনায় আক্রান্ত হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। 

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। কার্যত আইসোলেশনে আছেন তিনি। সাকিবের না থাকাটা দলের জন্যও অনেকটা হতাশার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও আক্ষেপ করে বললেন, ‘যখন সাকিবকে দরকার হয়, তাকে পাই না।’

সাকিব যে এক রহস্যময় চরিত্র, সেটার ইঙ্গিত মিলেছে কদিন আগে বলা বিসিবিপ্রধানের কথায়। কোচদের সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করেছিলেন, ‘আমরা নিজেরাই জানি না ও (সাকিব) কোনটা খেলবে, কোনটা খেলবে না। ওর সঙ্গে আমি যখন কথা বলি, আমার মনে হয় ও সব ফরম্যাটেই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা।’

সাকিবের এই সমস্যা লেগে থাকাটা নতুন কিছু নয়। গত কয়েক বছরে প্রতিটি সিরিজের শুরুতেই কোনো না কোনো ঝামেলায় পড়েছেন এই অলরাউন্ডার। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও পারিবারিক সমস্যার কারণে খেলতে পারেননি টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসেন তিনি। এর আগে নিউজিল্যান্ড সফরের দলে থেকেও ছুটি নিয়েছিলেন সাকিব। এবার শ্রীলঙ্কা সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে গতকাল ঢাকায় ফিরতেই তিনি আবার করোনা পজিটিভ হন! 

সাকিব না থাকায় হতাশ বিসিবিপ্রধান। আজ জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, ‘সমস্যাটা হচ্ছে, সাকিব না থাকাতে আমাদের একজন ব্যাটসম্যান বা বোলার কম নিয়ে খেলতে হবে। টেস্ট ক্রিকেটে এটা একটু সমস্যা। এখানে কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে (সাকিবকে) আমরা পাচ্ছি না। আমাদের যখনই (সাকিব) দরকার হয়, তখন তাকে পাই না।’ 

অসুস্থ সাকিবের দ্রুত সুস্থতা কামনা করে পাপন বলেছেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য। এ ছাড়া কিছু বলার নেই। আমাদের এখন কাজ হচ্ছে তার জন্য দোয়া করা। যেন সাকিব শিগগিরই সুস্থ হয়ে ওঠে। আমার সঙ্গে কাল (মঙ্গলবার) কথা হয়েছে। বলেছে, ও এখন ভালো আছে।’ 

চট্টগ্রামে প্রথম টেস্টের পর ঢাকায় ফিরবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। বাংলাদেশের আশা, পরের টেস্টে পাওয়া যাবে সাকিবকে। টেস্ট শুরুর দিনই সাকিবের করোনা পরীক্ষা করার কথা রয়েছে। সুস্থ হলে ২৩ মে থেকে শুরু হওয়া মিরপুর টেস্টে খেলবেন তিনি।

নাজমুল হাসান পাপন সম্পর্কিত পড়ুন:

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ