২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি—দুটি আইসিসি ইভেন্টের শিরোপা বিরাট কোহলির ক্যাবিনেটে আগে থেকেই রয়েছে। তবে আইসিসির সীমিত ওভারের আরেক টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ কখনোই জেতা হয়নি। কোহলির সামনে এবার রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ের সুযোগ।
বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ফাইনালের আগে গত রাতে কোহলিকে নিয়ে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে আইসিসি। ছবিতে দেখা যাচ্ছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি পরে ভারতীয় তারকা ব্যাটার বসে আছেন সিংহাসনে। পেছনে দাঁড়িয়ে আছেন অসংখ্য কোহলি এবং পরনে রয়েছে আগে যত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন, সেগুলোর জার্সি। আইসিসি ক্যাপশন দিয়েছে, ‘রাজার মুকুটে একমাত্র রত্নটির অভাব দেখা যাচ্ছে। বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে এক পা দূরে রয়েছেন।’ ক্রিকেটের অভিভাবক সংস্থা এই পোস্ট করার পর স্টুয়ার্ট ব্রড লেখেন, ‘আইপিএল?’ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার নিজের লেখা পরে ডিলিট করেছেন।
২০০৮ থেকে ২০২৪—আইপিএলের ১৭ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলেছেন কোহলি। ৮০০৪ রান করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে একবারও তাঁর ছুঁয়ে দেখা হয়নি ভারতের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টের এই শিরোপা। তিনবার ফাইনালে উঠে বেঙ্গালুরুকে ফিরতে হয়েছে খালি হাতে। ১৭ বছর ধরে বেঙ্গালুরুতে খেলে কোহলির আইপিএল না জেতার দিকেই যে ব্রড ইঙ্গিত করেছেন, সেটা না বললেও চলছে।