হোম > খেলা > ক্রিকেট

পিএসএল শেষ আমিরের, অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ হাসনাইন

চোটে পড়ে পিএসএল শেষ হয়ে গেছে মোহাম্মদ আমিরের। চোটের কারণে অবশ্য টুর্নামেন্টে এখনো মাঠে নামা হয়নি তাঁর। সাইড স্ট্রেইনের চোটে ভুগছিলেন ২৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সেই চোট কাটিয়ে ওঠার পথে নতুন করে পিঠের ব্যথা জেঁকে ধরে আমিরকে। আর তাতে টুর্নামেন্টই শেষ হয়ে গেছে তাঁর। 

এবারের পিএসএলে খুব একটা ভালো অবস্থায় নেই আমিরের দল করাচি কিংস। তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি দলটি। আমিরের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন করাচি কিংসের আরেক পেসার মোহাম্মদ ইলিয়াস। এখন পর্যন্ত করাচির কিংসের তিন ম্যাচেই একাদশে ছিলেন তিনি। লাহোর কালান্দার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কাঁধের চোটে পড়েন ইলিয়াস। ইলিয়াসের জায়গায় উসমান শিনওয়ারিকে দলে ভিড়িয়েছে দলটি। 

অন্যদিকে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আরেক পাকিস্তান পেসার মোহাম্মদ হাসনাইনের। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের এই তরুণ পেসার। এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন হাসনাইন। হাসনাইনের অ্যাকশনে প্রথম ত্রুটি ধরা পড়ে বিগ ব্যাশে। সেখানে তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তোলেন আম্পায়াররা। সিডনি থান্ডার্সের হয়ে এ মৌসুমে খেলতে গিয়েছিলেন ২১ বছর বয়সী এই পেসার। 
 
লাহোরের ম্যানেজমেন্ট বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। বেশ কিছু পরীক্ষার পর তাঁর অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে আইসিসি। আজ এক বিবৃতিতে হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট প্রকাশ করে আইসিসি। আইসিসির নিয়মানুযায়ী ১৫ শতাংশেরও বেশি হাত বাঁকানোর কারণে নিষিদ্ধ হয়েছেন তিনি। পাকিস্তান জার্সিতে ১৮ টি-টোয়েন্টি খেলা হাসনাইনের উইকেট নিয়েছেন ১৭টি। ৮ ওয়ানডেতে তাঁর উইকেট ৮ টি। 

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট