হোম > খেলা > ক্রিকেট

ভারতকে নিয়ে ছেলেখেলায় মেতে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাঠ ভেজা থাকায় খেলা গড়াল ৪২ ওভারের। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই প্রভাবে প্রভাবিত হলেন নাঈমুর রহমান নয়ন, এসএম মেহেরব, আশিকুর জামানরা। 

তিনজনের বোলিং তোপে মাত্র দুজন ব্যাটার ছুঁতে পারলেন দুই অঙ্ক। বাকি নয়জনের রান ফোন নম্বরের মতো—২,২, ০,৫, ২,১, ০,১, ০! এক কথায়, ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ক্রিকেট শেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন দলের ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের মাত্র ৫৩ রানে গুঁড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো যুবারা। 

সফরে প্রথম তিন ম্যাচ জিতে সবার আগে ফাইনালে উঠেছিল যুব ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃষ্টির কারণে একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। সিরিজের আরেক দল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ কোনো ম্যাচ জিততে পারেনি। 

২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট খুইয়ে ম্যাচ থেকেই ছিটকে স্বাগতিকেরা।

পঞ্চম উইকেটে উদয় সাহারন ও কুশল তাম্বে বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি। ১৮ তম ওভারে উদয়কে ফিরিয়ে ভারতের ভরাডুবি নিশ্চিত করেন নয়ন। স্বাগতিকেরা শেষ ছয় উইকেট হারায় মাত্র ৫ রানে। 

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরাও। সেখান থেকে দলকে উদ্ধার করেন আইচ মোল্লা (৯৩)। তাঁকে যোগ্য সঙ্গ দেন আশিকুর (৫০)। আইচ-আশিকুরের ৯৪ রানের জুটিতেই চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে