পাকিস্তান দলে এমনিতেই বইছে অশান্তির হাওয়া। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েও প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছেন বাবর আজম-হারিস রউফরা। এরই মধ্যে এক ভক্তের সঙ্গে হাতাহাতি হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল রউফের। এ ঘটনার ব্যাখ্যা দিলেন পাকিস্তানি পেসার।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভক্তের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় হয় রউফের। ঘটনাটি যুক্তরাষ্ট্রে ঘটেছে বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্বকাপের প্রথম পর্বের চার ম্যাচ পাকিস্তান খেলেছে ডালাস, নিউইয়র্ক, ফ্লোরিডা—যুক্তরাষ্ট্রের এই তিন মাঠে। স্বয়ং রউফ এবার অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুলেছেন। নিজের এক্স হ্যান্ডলে পাকিস্তানি পেসার লিখেছেন, ‘আমি ব্যাপারটা সামাজিক মাধ্যমে প্রকাশ করতে চাইছিলাম না। তবে এখন তো ভিডিও প্রচার হয়ে গেছে। আমার মনে হচ্ছে পরিস্থিতিটা জানানো প্রয়োজন। তারকা হিসেবে জনগণের থেকে সব ধরনের প্রতিক্রিয়া সরাসরি পেতে রাজি। আমাদের সমর্থন দেওয়া বা সমালোচনা করার অধিকার তাদের রয়েছে। তবে ব্যাপারটা যখন আমার মা-বাবা ও পরিবার পর্যন্ত চলে গেছে, উত্তর দিতে আমি কোনো দ্বিধাবোধ করব না। পেশা যা-ই হোক, প্রত্যেক মানুষ ও তার পরিবারকে সম্মান দেখানো গুরুত্বপূর্ণ।’
খেলোয়াড়দের প্রতি ভক্ত-সমর্থকদের আচরণ যেন সীমা লঙ্ঘন না করে, তা বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। এক্স হ্যান্ডলে হাফিজ লেখেন, ‘ভক্ত-সমর্থকদের জানা উচিত, ক্রিকেটারদের ব্যক্তিগত ও পেশাদারিত্বের যে সীমা রয়েছে, সে ব্যাপারে শ্রদ্ধাশীল থাকা। এটা খুবই সাধারণ নৈতিকতার বিষয়। বিনীতভাবে অনুরোধ করছি।’