প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত হয়েছে। পূর্ণাঙ্গ এই সফরে সমান তিনটি টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সফর চূড়ান্ত হওয়ার এক দিন পর এ নিয়ে কথা বলেছেন টিম পেইন। লম্বা সময় পাকিস্তান সফরে না যাওয়ার পেছনে কিছু খেলোয়াড়ের অস্বস্তির কথা বলছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেইন।
নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি পাকিস্তান সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। এমন সময়ে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। সফর নিয়ে পেইন বলেছেন, ‘যদি আমরা নিজেদের কাছে সৎ হই, তবে কয়েকজন থাকতে পারে, যারা সেখানে (পাকিস্তান সফরে) যেতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। আবার কেউ কেউ সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো বিশেষজ্ঞের পরামর্শ নেবে। সবাই কমবেশি তথ্য জানতে আগ্রহী থাকবে।’
সফরে যাওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনার কথা জানিয়েছেন পেইন। তবে এমনটা শুধু পাকিস্তান সফরে যাওয়ার ক্ষেত্রে হবে তা নয়, অন্য সফরে যাওয়ার আগেও হয়েছিল বলে জানালেন পেইন, ‘অন্য দেশে ভ্রমণে যাওয়ার আগেও এমন হয়েছিল। আবার এমন কিছু সমস্যা আছে যেগুলো একদম শেষ মুহূর্তে সামনে আসে। এটি নিয়ে শিগগিরই আলোচনা করব। আশা করি, তখন সবাই সঠিক উত্তর পাবে।’
২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান গিয়েছিলেন পেইন। তখন নিরাপত্তাব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার দেখিয়েছিলেন জানিয়ে বলেছেন, ‘আমার জীবনে দেখা সেরা নিরাপত্তাব্যবস্থা ছিল সেই সফরে। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ছিল, চারপাশে রাস্তা বন্ধ ছিল, দুর্দান্ত নিরাপত্তা ছিল।’