হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনকে রেখেছে আইসিসি

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের উইল ইয়াংয়ের উইকেট নেওয়ার পর তাসকিন আহমেদ এভাবেই উদযাপন করেছিলেন চ্যাম্পিয়নস ট্রফিতে। ছবি: এএফপি

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ভারত, নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই ছিটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স হলেও বাংলাদেশের পেসাররা প্রশংসা কুড়িয়েছেন। আইসিসির সেরা বোলিংয়ের তালিকাতেও আছেন বাংলাদেশের এক পেসার।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি আজ চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সবার প্রথমেই আবরার আহমেদ। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুবমান গিলকে। উইকেট নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটার চোখের ইশারায় যে ভারতীয় ক্রিকেটারকে ড্রেসিংরুমে যেতে বলেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই তালিকায় দুইয়ে তাসকিন আহমেদ।রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ইনসুইংয়ে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল।

আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার রাসি ফন ডার ডাসেনকে আর্ম ডেলিভারিতে বোল্ড করেন স্যান্টনার। চারে আছে ফাইনালে কুলদীপ যাদবের বোলিং। নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন, তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউই ওপেনারকে বোল্ড করেন কুলদীপ। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়েকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন আবরার।

নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির পেজে আছে। পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের উচ্ছ্বাস চোখে পড়েছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিংয়েরও ভিডিও আছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট। বাকিগুলো বোল্ড।

১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ৯ মার্চ। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হয়েছে টুর্নামেন্ট। রোহিত শর্মা-বিরাট কোহলিরা পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছেন দুবাইয়ে।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত