হোম > খেলা > ক্রিকেট

‘আমাকে রাজা ডাকবেন না’, কেন বললেন বাবর

ক্রীড়া ডেস্ক    

বাবর আজম। ছবি: এএফপি

বিরাট কোহলির সঙ্গে হরহামেশাই তুলনা হয় বাবর আজমের। যে কারণে তাঁকে কিং (রাজা) বলে ডেকে থাকেন পাকিস্তানের সমর্থক ও সাংবাদিকরা। কিন্তু এমন ডাক শুনতে বেশ অপছন্দই করেন বাবর। তাই অনুরোধ করলেন তাঁকে যেন রাজা হিসেবে সম্বোধন না করা হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ৩৫৫ রান তাড়া করে গতকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠে পাকিস্তান। করাচিতে যদিও ৯১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে অধিনায়ক মোহম্মদ রিজওয়ান ও আগা সালমানের সেঞ্চুরিতে পথটা সহজ হয়ে যায় স্বাগতিকদের জন্য। ম্যাচ শেষ করে ৬ উইকেটের জয় নিয়ে। ব্যাট হাতে তেমন অবদান রাখতে না পারলেও স্মরণীয় এক জয় শেষে সংবাদ সম্মেলনে আসেন বাবর। তখনই সাংবাদিকরা তাঁকে রাজা বলে সম্বোধন করেন।

বাবর বলেন, ‘দয়া করে আমাকে রাজা ডাকা বন্ধ করুন। আমি রাজা নই, আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি। আমার ভূমিকাটা এখন নতুন।’ সাম্প্রতিক সময়ে বাবরের ফর্ম অতোটা ধারাবাহিক নয়। ব্যাট হাতে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০২৩ এশিয়া কাপে নেপালের বিপক্ষে। চলমান ত্রিদেশীয় সিরিজে ২ ম্যাচে কেবল ৩৩ রান করেন তিনি। তবে ফর্ম নিয়ে খুব একটা ভাবছেন না বাবর। আগামীকাল ফাইনালে জ্বলে উঠতে চান নিউজিল্যান্ডের বিপক্ষে।

তিনি বলেন, ‘আমি আগে যা কিছু করেছি, তা এখন অতীত। প্রতিটি ম্যাচই নতুন এক চ্যালেঞ্জ নিয়ে আসে। আমাকে অবশ্যই ভবিষ্যৎ ও বর্তমানের দিকে নজর দিতে হবে। দলের একটা পরিকল্পনা আছে এবং আমি সেখানেই অটল আছি।’

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’