হোম > খেলা > ক্রিকেট

সিডনি টেস্টের মাঝপথেই বড় বিপদে ভারত

ক্রীড়া ডেস্ক    

পিঠের পেশিতে চোট পেয়েছেন জসপ্রীত বুমরা। ছবি: এএফপি

রোহিত শর্মা না থাকায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। পুরো সিরিজে ভারতকে এক হাতেই যেন টানছেন এই পেসার। পঞ্চম ও শেষ টেস্টে বোলিংয়ের পাশাপাশি নেতৃত্বের গুরুদায়িত্ব—বুমরার কাজ খুব একটা সহজ নয়। কিন্তু মাঝপথেই সব এলোমেলো অবস্থা। আজ টেস্টের দ্বিতীয় দিন চোট পেয়ে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কি না বুমরা, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

দিনের খেলা শেষে আরেক পেসার প্রসিধ কৃষ্ণাও স্বস্তির খবর দিতে পারেননি। জানিয়েছেন, বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। প্রসিধ বলেছেন, ‘বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ যদিও বুমরা দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করেননি প্রসিধ।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩২ তম ওভারের শেষ বলটা বুমরা করেছেন অ্যালেক্স ক্যারিকে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বল মিড অনে ঠেলে দিয়ে কোনো রান নেননি ক্যারি। তারপরই অস্বস্তি অনুভব করেন বুমরা। বুমরাকে স্ক্যান করতে কাছাকাছি এক হাসপাতালে যেতে হয়েছে। সেখানেই ধরা পড়ে তাঁর পিঠের পেশির চোট।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, বুমরার চোট গুরুতর নয়। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে কি না, এসব ব্যাপারও ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাদের সামনেও। সব মিলিয়ে বলা যায়, সিডনি টেস্টের মাঝপথে বড় বিপদেই পড়েছে ভারত।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট