২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার তদন্ত রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশের পর হৈচৈ পড়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশের পরই অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় নাসুম আহমেদকে তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘চড়-কাণ্ডে’র ঘটনা। বিসিবির তদন্ত কমিটির প্রতিবেদন এখন তুলে ধরা হলো আপনাদের সামনে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন
- প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) ও সাপোর্ট স্টাফদের মধ্যে টানাপোড়েনের বিষয় ছিল স্পষ্ট। সে যা-ই হোক, প্রধান কোচের সঙ্গে অধিকাংশ ক্রিকেটারের সম্পর্ক ভালো ছিল।
সাকিবের কাছ থেকে তদন্ত কমিটি যা জানতে পেরেছে
- ২০২৩ বিশ্বকাপে নাসুমের ‘চড়-কাণ্ডে’র তদন্ত কমিটি কথা বলেছিলেন ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সাকিবের মনে হয়েছে, নাসুমের সঙ্গে যদি কিছু হয়ে থাকে, সেটা সংবাদমাধ্যমে ফাঁস করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের তৎকালীন প্রধান জালাল ইউনুস আর তামিম ইকবাল।
- সাকিবের জাতীয় দলের অধিনায়কত্ব নিতে অনীহা ছিল।
- ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন বিশ্বকাপে দলের ভরাডুবির জন্য দায়ী।
- দলে সহকারী হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার আগে সতর্ক থাকা উচিত। সেক্ষেত্রে দলের গোপন তথ্য ফাঁস হতে পারে।
- প্রধান কোচ (হাথুরু) তাঁর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি। কারণ, বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি।