হোম > খেলা > ক্রিকেট

ক্ষতি যা হওয়ার বাংলাদেশ ক্রিকেটের হয়ে গেছে, বলছেন হাথুরু

ক্রীড়া ডেস্ক    

ফারুক আহমেদকে অপসারণের পর বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের মন্তব্য। ছবি: এএফপি

দারুণ কোনো অর্জনের পর কোচরা কী আশা করেন? কিছু না হোক অন্তত প্রশংসা তো পেয়ে থাকেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গত বছর ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসে পেয়েছিলেন বরখাস্তের চিঠি! দেশে ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন। চেয়ারে বসে প্রথম ছাঁটাই করেন বাংলাদেশ দলের সেসময়ের কোচ হাথুরুসিংহেকে। ১০ মাস না হতেই এবার বিসিবির পদ থেকে অপসারণ হলেন ফারুকও।

কাকতালীয়ভাবে সেবার পাকিস্তান সফর থেকে ফিরে হাথুরু পেয়েছিলেন দুঃসংবাদ। তাঁকে সরিয়ে দেওয়ার আলোচনা হচ্ছিল, পাকিস্তান সফরে থাকা অবস্থায়। এবারও বাংলাদেশ দল পাকিস্তান সফরে। এর মাঝেই বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক। ব্যাপারটি শুনেই হাথুরু বললেন, ‘ইন্টারেস্টিং!’ সঙ্গে জুড়ে দিলেন ভ্রু কুঁচকানো একটা ইমোজি।

তবে হাথুরু মনে করেন, ক্ষতি যাওয়ার বাংলাদেশ ক্রিকেট ও তাঁর হয়ে গেছে। লিটন-শান্তদের সাবেক কোচ বলেন, ‘ক্ষতি যা হওয়ার বাংলাদেশ ক্রিকেট এবং আমার হয়ে গেছে...।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। দেরি হলেও বিসিবি পরিচালক ও বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা কমিটির সদস্য মাহবুব আনাম গতকাল নাসুমের চড় কাণ্ডের ঘটনাটি উড়িয়ে দিয়েছেন। কিছুটা চাপা কষ্ট নিয়েই যেন হাথুরু বললেন, ‘আমরা সবাই বিশ্বাস করি ওপরওয়ালা একজন আছেন, তিনি তার সময়মতো সবকিছু বুঝিয়ে দেবেন। দুর্ভাগ্যবশত ক্ষতি যা হওয়ার হয়ে গেছে!’

সম্প্রতি হাথুরু অস্ট্রেলিয়া এক সংবাদমাধ্যমকে আগের মতোই নাসুমকে আঘাতের ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। উল্টো হাথুরুসিংহে তাঁর ক্যারিয়ারের ক্ষতি করার অভিযোগ তোলেন বিসিবির বিরুদ্ধে। ওই সংবাদমাধ্যমকে বলেছিলেন ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’

আরও খবর পড়ুন:

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত