হোম > খেলা > ক্রিকেট

নতুন টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন টেস্ট অধিনায়ক পেল বাংলাদেশ। মুমিনুল হকের জায়গায় সাদা পোশাকের নেতৃত্বে ফিরিয়ে আনা হলো সাকিব আল হাসানকে। তাঁর সহকারী হিসেবে থাকছেন লিটন দাস।

আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মুমিনুলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার পর থেকে আলোচনায় আসে সাকিবের নাম। সেটিই এখন বাস্তবে রূপ নিল। 

২০১৯ সালের অক্টোবর পর্যন্ত টেস্ট অধিনায়ক ছিলেন সাকিব। আইসিসির নিষেধাজ্ঞায় তাঁর জায়গায় অধিনায়ক করা হয় মুমিনুলকে। সাড়ে তিন বছর সাদা পোশাকের সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল। আজ আবারও নেতৃত্ব ফিরে পেলেন সাকিব। 

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে মাশরাফি বিন মুর্তজার চোটে প্রথমবার অধিনায়কত্ব পান সাকিব। সেবার ১৩ মাস টিকে ছিল নেতৃত্ব। এ দফায় তাঁর নেতৃত্বে ৯ টেস্টের একটিতে জেতে (২০০৯ সালে সেন্ট জর্জেস টেস্ট) বাংলাদেশ। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের কাছে হারের পর অধিনায়কত্ব হারান সাকিব। 

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকুর রহিম নেতৃত্ব হারালে আবার টেস্ট অধিনায়ক হন সাকিব। এ দফায় ৫ টেস্টে সাকিবের ঝুলিতে জয় দুটি। দুটিই ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ

ম্যাচ ১৪
জয়  ৩
হার  ১১
জয়ের হার ২১.৪৩%

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ