হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপও কি শেষ হয়ে গেল নাসিমের

বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ—পাকিস্তানি পেসারকে নিয়ে আজ এমন শঙ্কার কথা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের রিজার্ভ ডেতে চোট তিনি। যার কারণে ওই দিন শেষ দিকে বোলিং করতে পারেননি, নামতে পারেননি ব্যাটিংয়েও। 

তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম গতকাল জানিয়েছিলেন, শুরুতে না পেলেও বিশ্বকাপে নাসিমকে শেষ দিকে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই আশা বোধ হয় পূরণ হচ্ছে না তাদের। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, শুরুতে নাসিমের ডান কাঁধের চোট নিয়ে যে প্রাথমিক ধারণা করা হয়েছিল, স্ক্যানের পর জানা গেছে, তার চেয়েও সেটি গুরুতর। বিশ্বকাপে খেলা না-ও হতে পারে তাঁর। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) বুঝতে পেরেছে, তাদের বিকল্প ভাবনার পথে হাঁটতে হবে। দুবাইয়ে স্ক্যান পরীক্ষার পর দেখা গেছে, এই চোটে নাসিমকে বছরটি শেষ করতে হতে পারে মাঠের বাইরে থেকে। যার ফলে পরের পাকিস্তান সুপার লিগেও (পিসিএল) তাঁর না খেলার সম্ভাবনা রয়েছে। 

গত সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচের ৪৬তম ওভারে কাঁধের চোটে পড়েন নাসিম। চোটের কারণে গত বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনাল হয়ে ওঠা সুপার ফোরের ম্যাচটিতেও তাঁকে পায়নি পাকিস্তান।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে