হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কায় যাবেন বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।

সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’

এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।

১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও