দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে রাখতে চাইবেন সাকিবরা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ শনিবার বিকেল ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চোটে প্রথম ম্যাচে না থাকলেও দ্বিতীয় ম্যাচে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস, মোহাম্মদ নাঈম, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান স্কোয়াড:
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ওসমান গনি, করিম জানাত, ফজল হক ফারুকি, শারাফউদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।