হোম > খেলা > ক্রিকেট

তামিমের ফেরা নিয়ে অশ্বিন-বিশপ যা বললেন

এক দিনের ব্যবধানে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বিদেশি তারকা ক্রিকেটাররাও। 

চট্টগ্রামে গত পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। এরপর গতকাল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের ফেরা নিয়ে রবিচন্দ্রন অশ্বিন টুইট করেন, ‘ওয়াহ!’ এই শব্দ লেখার আগে অবাক হওয়ার ইমোজি দিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করে ইয়ান বিশপ টুইট করেন, ‘আমি খুশি, তামিম ইকবাল ফিরে এসেছে। বাংলাদেশের সর্বকালের দুই ফেবারিট ক্রিকেটারের মধ্যে একজন।’ 

অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেও তামিম আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন। এশিয়া কাপ দিয়ে ফিরবেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। বঙ্গভবন থেকে বের হওয়ার পর গতকাল সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ (গতকাল) দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। তাঁর সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি।’  

মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশা আল্লাহ।’ আর তামিমের ফেরার স্বস্তির বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘তা তো অবশ্যই, আমার তো সন্দেহ নেই। অস্বাভাবিকভাবে না যেয়ে স্বাভাবিকভাবে তো ঠিকই ছিল।’ অন্যদিকে সতীর্থকে আবার ফিরে পাবেন বলে ভীষণ খুশি মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হয় না। খুবই খুশি হয়েছি শুনে, মাঠে আমরা আবার একসঙ্গে খেলব। ইনশা আল্লাহ, এটা নতুন এক সূচনা এবং অদূর ভবিষ্যতে আমরা একত্রে আবার বাংলাদেশের গৌরব বয়ে আনব।’

বাংলাদেশকে কেরালা-চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের